একদিন রাজা একজনকে রানী করেছিল
সেইদিন রানী স্বপ্নের রাজপ্রাসাদ সাজিয়েছিল !
এখানে সুখ রানীর সাথে ঘোরে
দুঃখের পালক নেই কাজেতে ওড়ে !
রাজা রোজ রোজ রাজ্যবিস্তারে যায়
রানী রণসাজ গুছিয়েই আনন্দ পায় !
এইভাবে রাত যায় , দিন আসে
আহ্নিক গতির সাথে জীবননৌকা ভাসে !
রাজা ব্যস্ত মিটিং-সেটিং কর্পোরেট কালচারে
রানীর সেতার বাজে নিঃশব্দ ঝংকারে !
রাজ্যের মতো রাজ-মনও বিস্তার পায়
একথার তীরটা রানীর কানে যায় !
শীতের হাওয়া এনেছে ঝরা পাতার বান
সেইসাথে রানীর স্বপ্নও ভেঙে খান-খান !
ফোনটা সুইচড-অফ , ' রাজা কোথায় তুমি ? '
রানী বোঝে সে হারিয়েছে ভূমি !
রাজপ্রাসাদটা আজ লাগছে কেনো পর-পর
এটা কি সত্যিই রানীর ঘর ?
এখন রানী কোথায় যাবে বলো ?
ঘুম-পাড়ানী ওষুধ খেয়ে ঘুমদেশেই গেলো !
রানী ছিল অকুন্ঠিত বিলিয়ে দিতে
যদিও রাজাই ব্যর্থ ছিল নিতে !
তবুও রাজার দোষ নেই জানো
রানীরই ভুল ছিল সেটাই মানো !
রানীকাহিনী কেউ করবে না পেশ
তাই রাজকাহিনীর নেই কোনো অবশেষ !
এখনও রাত যায় , দিন আসে
আহ্নিক গতির সাথে জীবননৌকা ভাসে !
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৪