তোমার শব্দে জড়িয়ে থাকে বিষণ্নতা
হাহাকার এসে ভাসিয়ে দেয় দিগ্বিদিক
যতই তুমি হুকুম-দখলের ফন্দি আঁটো
জেনো , আমিও জাল কাটবো ঠিক !
আবেগের হিল্লোলে নাই বা ভাসলাম
বিষাদের উজানেও যেতে পারি বহুদূর
আমি স্বপ্নিল-মায়ার কাজল পড়তে ভালোবাসি
জেনো , বঞ্চনার বীণাতেও তুলবো সুর ।
বুঝেছো কি আমার ভিন্ন রুচি ?
নিষ্ঠুর আখ্যান ছড়াতে পারো নিজে
জ্বলে জ্বলেও উত্তাপ দেবো নিঃশব্দে
জেনে রেখো --
আমি অমৃতের স্বাদ পাই বিষবীজে !
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৮