সবই তো কৃষ্ণের মুরলীর কারসাজি
যার নিপুণ সুরের মূর্ছণায় ভুলে
রাধিকা , ঘর-বাইরের সীমা মুছতেও ছিল রাজি !
সেইসবের গল্প বলবে হৈমন্তী রাত
কিভাবে বাঁশি করেছিল হৃদয়ে করাঘাত !
অমোঘ আহবান সে পারেনি এড়াতে
হে কৃষ্ণ , তুমি জানতে কি ?
রাধার হাত পুড়েছিল প্রদীপ নেভাতে !
বাঁশির সুর চেনে না রাধাকে
তাই , বিশাখাও মানেনি কোনো বাঁধাকে !
এক পর্ব না হতেই শেষ
অন্যপর্বের করে দাও তুমি শুরু
অবশেষটা রাধা একাই রাখে বেশ !
ভালোবাসা অধিকার পা্য় কেবলই সতীত্বে
শ্রীরাধার প্রেমের সাক্ষ্মী আছে নীরব সখীত্বে !
যাওয়া মানে " থাকা "-কেই স্বীকৃতি দেওয়া
অস্বীকারে নিজের যাপনও মুছে যায়
তাই কি -
সব পর্বশেষে বাঁশিসুরে রাধাকে মেনে নেওয়া ?
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:১৩