আমি কেবলই অনুযোগ-অভিযোগ লিপিবদ্ধ করেছি
পদ্যরূপে তারা হয়নি গালিবের চেলা
পার্থিব মতে বেহুঁশ , হীম শরীর
লক্ষ্মীন্দররূপী শব্দগুলোকে নিয়ে গেছে ভেলা !
জমাট দুঃখেরা উষ্ণতার স্পর্শ চায়
সেই রূপ , সেই ছ্ন্দ কই ?
কলম ধরেছি শুধুই নিথর আঙুলে
এরবেশী তো আর সাধ্য নেই !
পাঠ্ক , ও পাঠ্ক , তুমি জানবে কি ?
তীব্র যন্ত্র্রণার অনুভূতি চায় ভালোবাসা
না পেলে তোমার তাচ্ছিল্যের অগ্নিতে -
স্বাহা হবো , এটুকুই আমার আশা !
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০০