মনের অসুখে সবই লাগে বিষময়
একলা একা বসে থাকি মেঘছায়ায়
নীলাভমেঘ কিভাবে বাঁধে আমায় দরদী-মায়ায় ?
হাওয়ায় বসতি ভাঙলেও মেঘ নিরুদ্বেগ
প্রবাসীমেঘ অরণ্য-লোকারণ্য পার হয় অবহেলায়
ছন্দ হারাই তার নিঠুর খেলায় !
নিদারুণ প্রতীক্ষায় থাকি জলজ আসরের
জানি সে আছে যোজন দূর
তবু-
মেঘ বৃষ্টি হলেই আমি নবাঙ্কুর ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১১:০৪