ভেবেছিলি তুই দেখেছিস আমায় গোপনে
জানিসনি আগেই তোকে দেখেছিলাম স্বপনে ।
অজান্তেই গড়ে উঠছিল এক মনঘর
টের পেলাম যেদিন আসল ঝড় !
এখন নতুন ঘরটা হয়েছে বেশ
শুধু ঘর থেকে মনটাই নিরুদ্দেশ।
পুরানো গল্প রয়ে যায় ছায়ায়
ছাপ আছে তার আমার কায়ায় !
এরপরের গল্প জানে শুধু নিয়তি
সর্বনাশ ডেকে আনি আমি শ্রীমতী !
বছরভর বৃষ্টিতে কাটে না শ্রাবণ
তোর কথা ভেবেই আমার মরণ !
পুরুষ নয় প্রিয়র স্পর্শ চেয়েছি
শূচীতার লক্ষণরেখা সরিয়ে রেখেছি !
বৃন্দাবনে নয় রাধার মনেই শ্রীধাম
সেখানেই কবিরা করেন প্রণাম অবিরাম !
জীবন বদলাতে পারবো ভাবি আনমনে
ওদিকে রঘুবংশমও লেখা হচ্ছে সন্তর্পনে !
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০১