সব রাত একরকম নয়
রাতেরও নানা প্রকারভেদ হয় !
কোনো রাত প্রেমিকের মতো হাসে
আবার কোনো রাত বৃষ্টিপাতে ভাসে !
ব্যর্থ প্রেমিকার মতো রাতেরা একা
সে রাতে তারাদের যায় দেখা !
কোনো রাত ক্লান্তিময় বেদনা দেয়
ভাঙা-স্বপ্নে সে নিদ্রা কেড়ে নেয় !
তবু রাত বাড়ে , বেড়েই যায়
কখনো বা নাইটল্যাম্পে , কখনো চন্দ্রমায় !
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৯