অলস দুপুর । মেঘরাজা আকাশপথে র্যাম্প ওয়াক করছেন । হাওয়ার অছিলায় কৃষ্ণচূড়া ছুঁয়ে যাচ্ছে রাধাচূড়াকে । এমন দিনে আমার
নেই-কাজ করতে মন চায় । পি. সি-তে বসে তাই ভি-এফ-এক্সের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছিলাম । দেখছিলাম চেনা জানা দৃশ্যগুলোতে কিভাবে ব্যবহার করা হয়েছে ভি-এফ-এক্সের কেরামতি । যদিও জানতাম । মানে আমরা সবাই জানি ভি-এফ-এক্স বা ভিসুয়াল এফেক্টের কথা । এটা ফিল্মের পোষ্ট প্রোডাক্সনে কমপিউটার গ্রাফিক্সের মাধ্যমে ব্যবহার করা হয় । প্রথম ভি-এফ-এক্স ব্যবহৃত হয় কিং কং (১৯৩৩ খ্রী ) । এরপর হলিউডের বিভিন্ন ফিল্মে এর কারসাজি দেখা গেছে । তবে আজ আর ভি-এফ-এক্সের ইতিহাস ভূগোলে যাবো না । আজ বরং দেখি সাম্প্রতিক কিছু ফিল্ম বা সিরিয়ালে ভি-এফ-এক্সের ছলাকলা ।
শাহরুখ খান থেকে গৌরব ( ফিল্ম ফ্যান )
ফিল্ম ফ্যান - শাহরুখের অনবদ্য অভিনয়ের পাশে ইতিহাসে হ্য়ত ভি-এফ-এক্সের যাদুর কথাও আলাদা ভাবে লেখা থাকবে !
বিস্তারিতভাবে দেখুন
এখানে প্রসথেটিক মেকাপের পর ভিসুয়াল এফেক্ট দেখানো হয়েছে
গৌরব আর শাহরুখ
রা- ওয়ান
রা- ওয়ান
সুলতান
একটু -আধটু যদি অনিয়ম হয়েও যায় , তবু ভি-এফ-এক্স থাকলে অ্যাবস নিয়ে চিন্তার কারন নেই ।
অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড - আমার একটা প্রিয় মুভি
অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড
ক্রিশ
মহাভারত সিরিয়ালে আগে
মহাভারত সিরিয়ালে পরে
ফাইনাল ডেস্টিনেশন -৫
জনম জনম গানটার কথা মনে আছে ? এই দৃশ্যের শুটিং কিন্তু সেটের মধ্যেই হয়েছিল ।
ভি-এফ-এক্সের কেরামতি নিয়ে আলোচনা করলে তা আর শেষ হতে চায় না । তবু আমি আপাতত এখানেই শেষ করলাম ।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪