লিখে চলেছি , শুধুই লিখে চলেছি
যা কিছু বলিনি বা বলেছি !
একই জন্মে , দুজনে একাকী ভিন্নভাবে
ভুলে ভরা হলেও কি আসবে-যাবে ?
বড়ো মধুর লাগে এই বিচ্ছিন্নবাস
জানি কাহিনী জমবে না খাস ।
যেদিন স্বপ্নে পড়েছিল তোর নিশ্বাস
আমার আনাড়ি কথা ভাসিয়েছিল বাতাস !
তোর মতো উল্টো না , বুঝি সোজাসুজি
কবিতায় তাই আমি ইচ্ছেজীবন খুঁজি ?
ইচ্ছে মানে ঠিক তুই যেমন
যদিও তোকে চিনি না তেমন !
চেনা অচেনায় কি আসে যায় ?
অচীনপাখীর সুর মনোনিবাসের হদিস পায় !
গতজন্মে দেখেছিলাম তোকে পাড়ার মোড়ে
এজন্মে তোর ভাবনায় সময় পোড়ে !
কলমে ঝরাই অম্লমধুর উদ্ভট কথাকলি
সঙ্গে না থেকেও একসঙ্গে চলি !
মুক্তি নেই ভেবেই পাশে থাকিস
তাহলে , মানসভ্রমনেও আমায় সাথে রাখিস !
শেষকথার আগেই সাজবে আমার চিতা
তখনও তুই-ই থাকবি আমার মনোমিতা ।
বহুবর্ণে জন্মকথন এগোবে পরের পৃষ্ঠায়
আমাদেরই বিচ্ছিন্ন বা সম্মিলিত চেষ্টায় !
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫