দেখো , বৃষ্টিভেজা নীল-অভিমান তোমারই অপেক্ষারত
বরফের মতো জমিয়েছে আকুলতা যত ।
স্পর্শ করুক তাকে উষ্ণ হাত
দেখবে , সেও হবে তরলের ধারাপাত ।
সাফল্যের আলোতেও কারো জগতে অন্ধকার
রিক্ত মন পায় না পারাপার ।
নীল , নিস্পন্দ মেরিলিন মনরো হয়
প্রেম-অপমান শুধু অভিমান হয়ে রয় ।
স্তব্ধতার আগেই শোনো তার ভাষা
তোমার কাছে অভিমানের এইটুকুই আশা ।
যে ভাষা অন্যকে্উ করেনি উচ্চারণ
যা শুনতেই প্রতীক্ষারত তুমিও জন্ম-জন্ম-প্রতিক্ষণ ।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৪