আহা , স্বাদটা আরেকটু বাড়ত রাই
ঝালটা একটু শুধু বেশী দিলে
যেমন বোকা বছর জন্মায় এপ্রিলে ।
স্বপ্ন তো তাকেও দেখাবে জানো
আরও অনেক বেশী চালাক লোকে
যেমন স্বপ্ন এনেছিলো শ্যাম তোমার চোখে ।
স্বপ্নের 'স্ব' ছিলো কি তাতে ?
চোখ তো বুজিয়েছিলো ব্যাথার ভার
স্বপ্ন ছিনিয়ে , দিয়েছিল অহংকার তার ।
ঔদ্ধত্য তাঁকে মানায় , তিনি রাজপুত্র
সব প্রশ্নই দাঁড়ায় হয়ে অনৌচিত্য
গোপিনী রাই , তুমি যে মধ্যবিত্ত ।
রাই এখনো কেনো তুমি প্রতীক্ষমনা
দেখো , রাত যায় আসে ভোর
শুধু আসেনা তোমার স্বপ্নচোর ।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ ভোর ৬:৩২