ছুটতে থাকি । ঠান্ডাঘরের বরফশীত ,বাজতে থাকা সেলফোন না শুনে , ছুটতে থাকি ।কম্পিউটার স্ক্রীনের ঘটন অঘটনগুলোকে ফেলে , ইচ্ছে করে মেলবক্স না খুলে ছুটতে থাকি --
অবুঝ মন নীলখামের চিঠির প্রত্যাশী
সাজানো আছে আশা রাশি রাশি !
খুঁজতে থাকি শহরের বুকে লুকিয়ে থাকা চোরা নদীকে । খুঁজতে থাকি , এই চেনা জানা পৃথিবীর অচেনা গল্পগুলোকে । টলটলে জলের মতো ভালোবাসা নামক অনুভূতিকে , খুঁজতে থাকি ----
আসলে নদীর জন্ম হৃদয়ের বাসায়
পথ হারিয়ে সে হৃদয়পুর ভাসায় !
জমে আছে , তোমার নীরবতার পাশে আমার স্তব্ধতা । জমে আছে , তোমাকে না দেওয়া গানগুলি । অভিমানে সিক্ত নিভৃত বাতাস আর অল্পসল্প কিছু রূপটান জমে আছে ----
তোমার আমার মনসেতুতে জমেছে ধূলো
জমিয়ে রেখেছি না দেওয়া চিঠিগুলো ।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৬