অপরাধ থাকে বেহিসেবী খাতায় জমা
নিরাপরাধ হয়ত সতত মুক্তি খোঁজে
অপরাধী কি কখনো চেয়েছে ক্ষমা ?
তারা হৃদয়মাটিতে বিষবৃক্ষ করেছে রোপন
সে বৃক্ষ তো বিষ ছড়াবেই
তাই অপরাধ যত , থাক গোপন ।
হরিণ নিধণেই বাঘের অস্তিত্ত্ব রটে
সন্ত্রাসবাদী যখন সন্ত্রাস ছড়ায় চারদিকে
তখন , অপরাধ সত্যিই কিছু ঘটে ?
ঘরের দেবী মন্দিরে হয়েছে দেবদাসী
যখন দেবী দেবীত্ব রক্ষার্থে অসফল
তখন অপরাধীর প্রাপ্তি তৃপ্তির হাসি ।
আমার তো খুব পরিপাটী জীবন
সুরক্ষিত নীরবতাই একমাত্র আশ্রয় আমার
মন্দ দিনের ছোঁয়াচ বাঁচাই সারাক্ষণ ।
নতজানু হলেও , আমিও জমিয়েছি আগুণ
অপরাধী জেনো , ক্ষমা চাওনি বলে
তুমিও হারিয়েছো , প্রেম ,প্রীতি , ফাগুণ ।
জেনো , সমস্ত অপরাধের রঙই কালো
ঐ বিষবৃক্ষের তলায় দাঁড়িয়ে আমি
লোহিত কণিকা কমলেও , জ্বালবো আলো ।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৪