অনেক কিছুই বোঝো তুমি
অনেক কিছুই জানো ।
আমার বেলায়ই শুধু
না বোঝার ভান কেনো ?
নারী স্বাধীনতা বনাম পুরুষতন্ত্র
কিছুই বাদ দাও নি ।
ফুল থেকে মন , মানিব্যাগ
তোমার লেখায় তাও আছে জানি ।
বড় বড় কথা লেখো তুমি কবিতাতে
না জানি ভেবে ভেবে কতক্ষণ ।
আমি তো চারপাশে দেখি
কি ছোটো ছোটো মানুষের মন ।
সাফল্য এসে জমা হয়েছে
তোমার কবিতার কিনারে কিনারে
এ জীবনই চেয়েছিলে নাকি তুমি ?
জানিনা কেনো , আমার ভালো লাগেনা একেবারে !
আমাকে লিখতে গিয়ে তুমি
কবিতা থেকে বৃষ্টিকে দাও ছুটি ।
বৃষ্টি এসে জমা হয় আমার চোখে
কিন্তু আমি যে খরুচে , এটাই আমার ত্রুটি ।
তাই গড়িয়েই যাক বৃষ্টি তবে
বাঁধ মানে না সে কারো ।
জেনে রেখো , আমিও সম্পূর্ণা
বন্দী করার চেষ্টা ক'রো , যদি তুমি পারো ।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩