কতবার খুঁজেছি তাকে , মরমী প্রদীপ জ্বালিয়ে
নীল স্বপ্নে সে ধূসর হয়ে গেছে ।
আমি বিষাদ পুঁতে রেখেছি
কৃষ্ণপক্ষের অন্ধকার অবসাদে ।
আমি , নির্জন দুপুরে -
অনুভবের তুলি দিয়ে তাকে আঁকতে গিয়েছি ,
সেই স্তব্ধ ক্ষণে শিহরণ তুলে
সে বাতাসে ভেসে গেছে ।
পদ্যরূপে তার গালিবের শায়েরীর স্পর্শ
শব্দমালার দ্যুতি শোভিত হয় সেই মোহন রূপে ।
আমার শব্দেরা হারিয়ে যায় নিঃশব্দে
সেই অদেখার কথা ভেবে ।
অবশেষে , বুদবুদের নজর এড়িয়ে
ইছামতী নদীতে তার প্রতিবিম্ব দেখেছি ।
হায় , বুঝতে পারিনি আমি
তার নজর কোথায় রেখেছিল সে ।
যন্ত্রণার সুপ্ত অনুভূতি নিয়ে
হৃদয় পোড়ালাম , অপার্থিব ভালোবাসার স্বপ্নে ।
যখন যানতামই -
কাঁচ হোক বা স্বপ্ন , একদিন ঠিক ভাঙবেই ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩