সারা বছর তুমি দেবতা সেজে
বসে ছিলে সিংহাসনে ।
দেখনি তুমি কোথায় লেগেছে আঘাত
সেই সময়ে আমি গেছি রক্তপাতে ভিজে ।
শুধু বসন্তেই আসো তুমি প্রিয় বেশে
দিগন্তে ফাগ লাগিয়ে , লোহিত কণায় প্রেম জাগিয়ে ।
তাই তোমায় বরণ করি
জন্মান্তরের শোকগাথা থেকে বেরিয়ে এসে ।
মেঘে পূর্বরাগের আভাস
আজ আকাশের ঈশান কোণে ।
তাই বিদায় চাইছে
বসন্তের দক্ষিণা বাতাস ।
না হয় করব আজ সীমা অতিক্রম
তোমার ঐ মোহন বাঁশির সুরে ।
চিত্তে যখন লাগল দোলা , নৃত্যেও উঠুক শিহরণ
বিফলে যাক , যেখানে আছে যত সংযম ।
একবার নয় ভেসেই যাই তোমার অনুরাগে
নির্জনতায় খসে পড়ুক অলীক মেঘের আড়াল ।
সঞ্চারীতে পরেছি আজ সমর্পনের নূপুর
চন্দন চিহ্ন নাই বা থাকুক আমার অঙ্গরাগে ।
আবার তো অপেক্ষায় থাকা বছরের বাকি মাস
তার আগেতে তুমি , পবিত্র যজ্ঞাগ্নি জ্বালো ।
হারিয়ে যেতে চাই আমি অনায়াস আরাধনায়
কারন সবাই জানে , স্বপ্নের কুঞ্জবনেই রাধার বাস ।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৫৫