রঙিন স্বপ্নরা স্বপ্নেই ছিল ভালো
অক্ষর দিয়ে তাদের সাজাতে গিয়ে দেখি ,
সব রঙ শুষে নিয়েছ কালো ।
আমার অক্ষরেরা উড়ে যায় আকাশ সীমানায়
কবিতা হয়ে ওঠার আগেই -
বৃষ্টিধারায় আমার সৃষ্টি ধুয়ে যায় ।
শুনেছি কবির জামায়
জ্যোৎস্না এসে জমা হয়
শেষরাতে কবি তা দিয়ে অক্ষর শানায় ।
সেই অক্ষরে আছে ফুলের সুবাস
আবার কখনো মনে হয়
তাতে ধরা আছে জীবনের নির্যাস ।
আমিও তো ক্লান্ত চোখে রাত জাগি
চাঁদের অপেক্ষায় ,
শেষ রাতে বুঝে যাই , সেদিনই চাঁদ ছিল বিবাগী ।
হৃদয় নিংরানো বিষাদ বা কথামালা কল্পনার
সবকিছুকেই গ্রাস করে নেয়
একলা ভীষণ একলা মনের অন্ধকার ।
তাই জমা হয় কিছু সম্ভাবনাহীন অক্ষর
তার মধ্যে কবিতা খোঁজা ?
সত্যি , কাজটা বড়ই দুষ্কর ।
চুপকথাদের রূপকথা করতে পারিনি কোনোদিন
তবুও তাদের সাক্ষ্মী হয়ে তুমি ছিলে সাথে
হে পাঠক ,
তাই তোমার কাছে তোমার কাছে রইলো আমার ঋণ ।
আমার ব্লগের সকল পাঠককে লেখাটা উৎসর্গ করলাম ।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৫