তোমায় দেখলে মনে হয় , যেন তোমার মনে -
বিষাদ জমেনি কখনো ।
রঙিন প্রজাপতিরা তোমার দিকেই উড়ে যায় ।
চাঁদ মোহময় হয় ।
মহানক্ষত্র মিতালী পাতায় হৃদয়ের সাথে ।
তোমার কথা ভেবে ।
রাখাল ছেলে স্বপ্নে বাঁশি বাজায় আজও ।
শুধু তোমাকে দেখবে বলে ।
কবিতা চুঁইয়ে পরে কবির কলম থেকে ।
পয়ারের ছন্দে কুঞ্জবন সাজে ।
তোমাকে মনে করে ।
জানলা দিয়ে যেটুকু আকাশ দেখা যায় ,
তাতে শুধু আরক্ত গোধূলীই দেখেছি ।
জানতাম রক্ত জমাট বেঁধে কৃষ্ণাভ হয় একসময় ।
কিন্তু তোমার নাম ধ্বনিত হয়ে জানায় -
বিরহের শেষ প্রান্তে আছে প্রেম ।
আলোর অভাবই যেমন অন্ধকার ,
ঠিক তেমনই হিংসার অবসানই -
শান্তির দ্যোতক ।
ওগো রাধিকা , তুমি চিনিয়েছো -
মৃত্যু নয় , জীবনই রঙিন ।
সবাইকে হোলির শুভেচ্ছা জানাই । রঙিন হয়ে উঠুক সবার জীবন ।
ভালো থাকুন সকলে ।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৭