রাতের অন্ধকার মুছেছি , নিয়ন আলো জ্বেলে
সমিধ সাজিয়েছি আজ , নিয়ম ভাঙব বলে ।
ক্ষত আমার হলেও , তোমারই ছিল ত্রুটি
সেইসব নিয়মকে আজ থেকে দিয়েছি ছুটি ।
কবিতা লেখায় যে কবি দক্ষ
আমি পেরিয়ে যাবো তার কক্ষ ।
মেধাধর্ষিত তার যত অক্ষর
তখন খুঁজবে আমার স্বাক্ষর ।
যতই কবি করুন না কেনো , শ্রীরামের বন্দনা
তাঁকে আমি জানিয়ে দেবো , সীতাও একলা না ।
আজ আর ভিক্ষা চাইবো না কোনো সুখ
সানন্দে নিয়ে নেব এক আঁজলা দুঃখ ।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮