মেয়েটি বলেছিল ' কি সুন্দর নীল ফুলটা '
ছেলেটি বলেছিল ' এটা নীল নয় , আকাশনীলা । '
' ঠিক যেমন তোর মনটা । '
মেয়েটি বলেছিল ' ধ্যাৎ , মনের আবার রঙ হয় নাকি ?'
ছেলেটি বলেছিল ' মনেই তো রঙের চাষ '
' তাছাড়া , পুরোটাই ফাঁকি ।'
মেয়েটি বলেছিল ' ইশস , যত্তোসব হেঁয়ালী । '
ছেলেটি বলেছিল ' হেঁয়ালীর রঙ ধূসর । '
' সেটাতো তুই ই আমাকে চেনালি । '
মেয়েটি বলেছিল ' আচ্ছা ! আর কিসের কিসের রঙ হয় ?
বল তবে , আমি একটু নাহয় জানি -- '
ছেলেটি বলেছিল ' রঙ তো লুকানো থাকে প্যাস্টেল সাজানোর প্রবনতায়
ব্যপারটা হলো , আমরা কি তাদের চিনি ? '
ছেলেটি আরো বলেছিল ' যেমন ধর , হরিণীর চোখে ভয়
তাতে মিশে আছে কালো রঙা ত্রাস ।
আর বাঘের মনের লোহিতাভ নির্মম উল্লাস ?
তার নাম হলো জয় । '
' আবার ধর হলদে জোৎস্না মাখানো তোর ঐ মুখ ।
খুশি মিশে তা যদি হয় আরো গাঢ়
তবেই তো আমার মনে আসে সুখ ।'
' এমনই যেখানে আর যা যা কিছু রয়
সুখ , দুঃখ , যন্ত্রনা বা বেদনা কিংবা অভিমান
সব কিছুরই আলাদা আলাদা রঙ হয় । '
আজ ছাইরঙা উদ্বেগ মেয়েটি মেখেছে
ছেলেটির যন্ত্রনানীল দেহ
তার সামনে পড়ে রয়েছে ।
উদাসরঙা আকাশি অ্যাপ্রন বা তাচ্ছিল্যরঙা খাঁকি
সব রঙ চিনে নিয়েছে মেয়েটি
তার আর কোনো রঙ চেনা নেই বাকি ।
তবু মেয়েটির ফ্যাকাশে ওষ্ঠ
নেহাতই অভ্যাসে প্রশ্ন করে বসে
ছেলেটির তরফ থেকে
কোনো উত্তর নাহি আসে ।
হাহাকারের কি রঙ হয় ?
প্রশ্ন শুনে ছেলেটির চোখ
নিষ্পলক চেয়ে রয় ।
আসলে তো নিথর চোখে -
কোনোদিনই উত্তর দেয়নি জন্মান্ধ ছেলেটি ,
একথাটা ভালোই জানত মেয়েটি ।
'
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৫