ঘুমখাতাটা খালি হয়ে গেছে
মনখারাপ মেঘের সাথে
স্বপ্নগুলো কবেই উড়ে গেছে !
কতশত অসফল রেখা
সেগুলো জোড়াতালি দিয়েই
আমার ছবি আঁকতে শেখা ।
সেসব যদি চলেই গেলো প্রবাসে
খালি খাতাটা আমার -
আর কোন কাজে আসে ?
রহস্যের নীলরঙে ঢাকা গতজন্ম ।
ইচ্ছে রংগুলোও পাইনি ঠিকঠাক
এসবের হিসেব কি রাখবে পরজন্ম ?
হিংসা , সন্দেহ বা রাগ সবই উদ্বায়ী যেন
কমতে কমতে একদিন সব ফুরিয়ে যায়
আচ্ছা , ভালোবাসা ফুরোয় না কেনো ?
খালি খাতার আর নেই প্রয়োজন
কবেই বা তাতে ছিল
কোনো সিংহাসন ?
আমিই বা রানী , কবে ছিলাম কার ?
তাই রাজার আর
নেই কোনো দরকার ।
শুনতে পাই কালের নদীর বহমানতা
আমার জন্য থাক শুধু
বসন্তের কিছু ঝরা পাতা ।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:২৩