যেদিন তোমায় বন্ধু ভেবেছিলাম
রূপকথাদের আশেপাশে দেখেছিলাম ।
স্বপ্নের নীল স্রোতে ভেসে এসেছিলে
বুঝিনি তো জীবনে নীল বিষ ঢেলেছিলে ।
রাজপুত্তুরের সোনার কাঠি -
স্বভাব বদলেছে আজ ।
অঙ্গে পড়েছে সে ,
বারুদের সাজ ।
ক্রূরতার আনন্দের স্বাদ ,
বুঝি বা খুব ভালো বলে ,
স্পর্শ মাত্রই সে ,
তার দহন শিখা জ্বালে ।
হার মানাটাই অভ্যেস হয়ে গেছে
স্বপ্নের ইমারত ধূলোয় মিশেছে ।
বারো মাস শুধু শ্রাবন ধারাই বয়
বসন্ত ? সে তো বাইরে দাঁড়িয়ে রয় ।
আমার জন্য -
আবির মাখেনা আকাশ ।
সুখের ধূলো -
উড়িয়ে নিয়ে গেছে বাতাস ।
মোবাইলটা সাইলেন্ট -
করে রেখে দেওয়া ।
ইচ্ছে করেই মেলবক্সের
পাসওয়ার্ড ভুলে যাওয়া ।
প্যারাট্রুপারের মতো
সন্ধ্যা নামে শহর জুড়ে ।
আর রূপকথারা
চলে যায় সরে সরে ।
স্মৃতির চাদরে ধূলো জমে গেছে তা জানি ,
তুমি আর আমি বহুদূরে তা মানি ।
তবু , যন্ত্রনাকে ভোলা যায় না জেনো
তাই তো , রূপকথারা ঠিকানা রাখেনি কোনো ।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭