মাঝে মাঝে আকস্মিক কোন খারাপ সংবাদে এত্তটাই ভেঙ্গে পড়ি যে কি করা উচিত তখন সেটাই ভুলে যাই ! যার ফলশ্রুতিতে আরো বড় সমস্যায় পড়তে হয়,, বছর তিনেক হল আমি ফেসবুক ব্যবহার করছি,, একটু একটু করে চেনা জানা অনেক স্কুল, কলেজ আর পরিবারের সদস্যরা ফ্রেন্ড লিস্টে যোগ হয়েছেন,, অনাকাঙ্ক্ষিত ম্যাসেজ এড়িয়ে চলতে ফেসবুকে সবসময় অফলাইনেই থাকি,, এটাতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি,, তো কাল হঠাৎ আমার এক ফ্রেন্ড আমাকে বলছে যে, "দোস্ত, তোকে তো আমি রাতে অনলাইনে দেখলাম রে" ? আমি তো পুরো অবাক ! কারণ আমি বর্তমানে ফেসবুকে গেলে ও দিনে যাই,, রাত আটটার পর আর যাই না,, আর গেলে ও অফলাইনে থাকি ! তাহলে আমাকে অনলাইনে দেখল কিভাবে ? তখন তো খুবই চিন্তায় পড়ে গেলাম,, অতঃপর যখন পাসওয়ার্ড পরিবর্তন করতে গেলাম তখন দেখি যে পুরাতন পাসওয়ার্ড ভুল বলছে !! আমি যেন একদম আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম,, অনেক বার চেষ্টা করার পরও ঐ একি কথাই বলছে !! তখন হঠাৎ করেই মনে হল কেউ আমার আইডি হ্যাক করে পাসওয়ার্ডটা পরিবর্তন করে দিয়েছে !! যাই হোক চেনা জানা অনেক ফ্রেন্ডের সাথেই এটা শেয়ার করলাম তখন সবাই বলল, যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছি ওটা তে গিয়ে আমি ফেসবুকের নতুন পাসওয়ার্ড দিতে পারব,, অতঃপর ই মেইল লগ ইন করতে গিয়ে দেখি যে ওটার পাসওয়ার্ড ও ভুল বলছে,, পাসওয়ার্ডটা ডায়েরীতে লিখে ও রেখেছিলাম,, তাও কেন জানি ওটাকেই ভুল বলছে !! এদিকে একেক ফ্রেন্ড একেক রকম কথা বলা শুরু করে দিল,, আমি নিজেও গুগলে সার্চ দিয়ে তথ্য জেনে নিয়েও সমস্যার সমাধান করতে পারলাম না,, পরবর্তীতে যেটা বুঝলাম তা হল, আমার আইডিটা কেউ হ্যাক করেনি,, সর্বশেষ আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওটা দীর্ঘ দিন ছিল এবং মাস খানেক আগে আবার নতুন একটা পাসওয়ার্ড দিলে ও আগের ঐ পাসওয়ার্ডটাই বার বার মনে আসছে ! এদিকে আমার ফোনে আমার আইডিটা সবসময় লগ ইন করাই থাকে বলে আমি এখনও ঢুকতে পারছি কিন্তু একবার লগ আউট করে দিলে আর ঢুকতে পারব না ! আবার আমি নিজেও ইমেইলের পাসওয়ার্ডটা পুনরুদ্ধার করে নতুন করে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারছি না !! মনটা অনেক খারাপ,, আমার সাথে কখনো এমনটা হয় নি,, কত্ত অপ্রয়োজনীয় দিন, তারিখ, কথাবার্তা ইত্যাদি মনে থাকে,, আর শেষমেষ কি না দরকারি পাসওয়ার্ডটাই ভুলে গেলাম ?¿?¿ সত্যিই বর্তমানে পাসওয়ার্ড বিড়ম্বনার মধ্যে আছি আর কি !!
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৬