আজ আমাদের পুরো সমাজ, পুরো
জাতিই অসচেতনতার, অরাজকতার,
অশ্লীলতার চাদরে ঢেকে গিয়েছে !!
চারিদিকটা বড়ই অন্ধকার,,,, সবাই
হাতড়ে বেড়াচ্ছে তবুও আলোর
সন্ধানে কেউই এগিয়ে আসছে না,,,,
কি নিদারুণ, কি কষ্টের, কি বিষম সেই
ভয়াবহ যন্ত্রণার কথা !! একের পর
এক অপ্রীতিকর, অমানবিক ঘটনা
ঘটেই চলেছে তবুও চারিদিকটা আজ
বড়ই অন্ধকার,,,, কারণ যে ঐ
একটাই--" বিড়ালের গলায় ঘন্টা
বাঁধবে কে ? " হুম সত্যিই তো
বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে ??
¿¿ আমি, তুমি, আপনি ??¿¿ কিন্তু
পড়ে যদি বিপদে পড়ে যাই তখন কি
হবে ??¿¿ সত্যিই এই প্রশ্নের
উত্তর আমারও জানা নেই !! এই সব
প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা
একে একে বিলীন হয়ে যেতে দেখছি
এরকম অসংখ্যা নাম না জানা
"সোহাগী জাহান তনু" দের !!
সমাজটা কি এত্তটাই পচে গলে
নর্দমাতে পরিণত হয়েছে যে কেউ কি
নেই এই সমাজটাকে একটু সুশীল
রাখতে ?? কেউ কি নেই এই সমাজ
থেকে সব নরপিশাচদেরকে নিশ্চিহ্ন
করে দিতে ?? হয়ত বা আছে হয়ত বা
নেই কারণ যে ঐ একটাই বিড়ালের
গলায় ঘন্টা বাঁধবে কে ?? এই
অপারগতা আমার, আপনার, আমাদের
সবার,,,,,,,,,!!. . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
একজন মেয়ে,, একজন নারী কতই না
ভালবাসা আর আদর যত্নের মধ্য
দিয়ে বড় হয় তার প্রিয়
পরিবারটিতে,,,, কত্ত স্মৃতি জড়িয়ে
থাকে তার জীবনে,,,, কাজের জন্য
তাকে পা রাখতে হয় বাইরের
দুনিয়ায়,,,, আর ঠিক এই সুযোগেই
অনেক নাম না জানা নরপিশাচেরা ঠিক
যেন হায়নার মত ঝাঁপিয়ে পড়ে সেই
সব মেয়ে, সেই সব নারীদের উপর !!
অথচ কি দোষ ছিল সেই মেয়ে বা
নারীর ?? সে ও তো একজন মানুষ,,,,
জীবিকার অন্বেষণে তাকে ও তো ঘর
থেকে বেড়তেই হবে,,,, নাকি এই
সমাজ শুধুই পুরুষ আর নরপিশাচদের
একচেটিয়া অধিকারে ?? প্রশ্ন রেখে
যেতে ইচ্ছে করে !!!!. . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
হ্যাঁ আমি নারী,,,, আমারও
সুন্দরভাবে নিজের জীবনকে সাজিয়ে
বাঁচবার অধিকার আছে,,,, আমি ও চাই
নিরাপত্তা, আমি ও চাই এই ধরনীর
বুকে পা ফেলে চলতে,,,, সমাজের
প্রতিটি পদক্ষেপের সাথে তালে তাল
মিলাতে !! কিন্তু আমার এই পথচলায়
যখন কেউ অহেতুক বাঁধা হয়ে
দাঁড়াবে,,,, তখন কি সমাজের মানুষ
গুলো নিজেদেরকে ভয়ের চাদরে
লুকিয়ে রেখে চেয়ে চেয়ে দেখবে ??
হুম তাই চেয়ে চেয়েই দেখবে,,,,
যেমনটা দেখা হচ্ছে তনুর ঘটনা,,,,!!
তার জীবনে ও তো একটা স্বপ্ন
ছিল,, দারিদ্র্যর সাথে লড়াই করে
জীবন সংগ্রামে টিকে থাকার এক
সুন্দর স্বপ্ন,,,, কিন্তু তার সেই
সাজানো গোছানো স্বপ্নকে
জলান্জ্ঞলী দিতে হল খোদ
সেনানিবাসেই ???? এটা কি স্বপ্নে ও
ভাবা যায় ¿¿ যে সেনানিবাসকে এত
দিন আমজনতা জেনে এসেছে
শান্তির নিবাস,, সেই সেনানিবাসেই এ
কি লোমহর্ষক অপ্রীতিকর ঘটনা ??
মানুষের মনুষ্যত্বের কত্তটা
অবক্ষয় ঘটলে এই রকম ঘটনা
ঘটানো সম্ভব ?? অথচ তারপর ও
গণমাধ্যম, দেশের সব রাঘব
বোয়ালেরা কি সুন্দর হাত পা গুটিয়ে
বসে আছেন অদূর ভবিষ্যৎ এ এর
চেয়েও বড় কোন অপ্রীতিকর ঘটনা
চেয়ে চেয়ে দেখার জন্য !!!!
নরপিশাচেরা বার বার জঘন্যতম
অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে খুব
সহজেই,, আর আমরা আমজনতারা
কিছুদিন হৈচৈ, চিৎকার চেঁচামেচি করি,,
কিন্তু একটা সময় আমাদের এই
চিৎকার চেঁচামেচি ও সুবিচারের
অভাবে থেমে যায়,, আর সেই
সুযোগেই নরপিশাচেরা আবার ও
মাথা চাড়া দিয়ে ওঠে !! হায়রে একেই
কি বলে সভ্য সমাজ ?? . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
আজ তাই চিৎকার করে বলতে ইচ্ছে
করে কোথায় মনুষ্যত্ব? কোথায়
বিবেক? কোথায় নারীর নিরাপত্তা?
কোথায় সেই স্বপ্নের, বড়
কাঙ্ক্ষিত সুশীল সমাজ? কোথায়
সেই বিড়াল? আর কোথায়ই বা সেই
ঘন্টা ??¿¿
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৬