বেশ কিছু দিন আগে ঢাকা এফএম এ শুনলাম যে এক বাংলাদেশী নাগরিক কে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে আটক করা হয়েছে এবং তাকে জেল জরিমানাও করা হয়েছে !! এই ঘটনার পিছনে তার যে অপরাধ কে শনাক্ত করা হয়েছে তা হল তিনি বাংলাদেশ থেকে পোস্ত দানা অর্থাৎ পপি বীজ সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাচ্ছিলেন !! ব্যাপারটি অনেকের কাছেই একটু অবাক লাগতে পারে যে এটা আবার কেমন অপরাধ ?? আসলে আমরা অনেক সময় নিজের অজান্তেই বড় কোন অপরাধ করে ফেলি !! এটিও ঠিক তেমনই একটি ঘটনা,, সংযুক্ত আরব আমিরাত তথা পুরো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পোস্ত দানা অর্থাৎ পপি বীজকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে !! এই পপি বীজ আসলে এক ধরনের মাদক দ্রব্য !! কিন্তু ঐ ব্যক্তিটি এই তথ্য জানতেন না !! আমরা যখন দেশের বাইরে যাই তখন যে দেশে যাব ঐ দেশে কি কি দ্রব্য নিয়ে যাওয়া যাবে আর কি কি যাবে না তার উপর একটা ফর্ম পূরণ করি !! ঐ ব্যক্তিটি সম্ভবত ভুল বশত পোস্ত দানার ব্যাপারটি খেয়াল করেননি সেই জন্যই তাকে সরিষার ভেতরে ভূতের সাক্ষাত পেতে হয় !! আমাদের দেশ তথা উপমহাদেশে পোস্ত দানাকে এক প্রকার মসলা হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে যেটি কিনা খাবারের স্বাদ বাড়াতে সহায়তা করে !! কিন্তু এই পোস্ত দানাই যে পপি বীজ এটা আমরা অনেকেই জানি নাহ !! এমন কি বাজারে যে পোস্ত দানা দেখতে পাওয়া যায় তার প্যাকেটেও পোস্ত দানার ইংলিশটা " Postho Dana " লেখা থাকে !!!! কখনোই " Popi Seeds " লেখা থাকে নাহ তাই আমরা অনেকেই জানি ও না এটা এক ধরনের মাদকদ্রব্য !! পপি এক ধরনের ফুলের গাছের নাম,, এর অনেক প্রজাতি রয়েছে,, লাল, নীল, বেগুনি সহ মনোহরণকারী অনেক রং রয়েছে এই ফুলের,, পৃথিবীর অনেক দেশেই এই ফুল বাণিজ্যিক ভাবে চাষ করা হয়,, তন্মধ্যে মায়ানমার, কম্বোডিয়া ও লাওস পপি উৎপাদনে শীর্ষ আর তাই এই তিনটি দেশকে একত্রে গোল্ডেন ট্রায়াঙ্গল ও বলা হয়ে থাকে,, বিস্তীর্ণ মাঠে যখন মাঠের পর মাঠ পপি ফুলের গাছ বাতাসে দোল খেতে দেখা যায় তখন সত্যিই তা মনোমুগ্ধকর দৃশ্য,, পপি ফুলের সুবাসে বাতাস হয়ে ওঠে স্নিগ্ধ শীতল,, কিন্তু এই ফুলের সুবাসেই যে ভবিষ্যৎ এর বিষ মেশানো আছে তা কে জানে ?¿ তবে সব প্রজাতির পপি বীজ থেকে মাদকদ্রব্য তৈরি হয় না !! বিশেষ কিছু প্রজাতি থেকে হয়,, পপি বীজ পরিপক্ক হলে এর ভিতরে অপিয়াম নামে আঠালো এক ধরনের জেল পাওয়া যায়,, প্রতি চার কেজি অপিয়ামকে প্রক্রিয়াজাত করে শুকিয়ে এক কেজি হিরোইন পাওয়া যায়,, হিরোইন যে কি ভয়ংকর মাদকদ্রব্য তা কম বেশি আমাদের সবারই জানা !! তবে আমাদের দেশে পোস্ত দানা ব্যবহারের ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু খাবারে এর মাত্রাতিরক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে !! এ তো গেল পোস্ত দানার কথা,, ঠিক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রে চালের গুঁড়া নিয়ে যাওয়া নিষিদ্ধ কারণ তা নাকি দেখতে অনেকটা মাদকদ্রব্য কোকেনের মত দেখায় !! Moral : যে কোন দেশে যাওয়ার আগে সেই দেশের বিধি নিষেধ গুলো ভালভাবে জেনে নেওয়া উচিত !! তা নাহলে আপনাকেও যে কোন সময় সরিষার ভেতর ভূত দেখতে হতে পারে !!!!
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪০