কথায় আছে রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে !! কিন্তু সেই রাতই যদি শেষ না হয় তাহলে প্রভাত আসবে কি করে ?? চারিদিক ঘুটঘুটে অন্ধকার,, কয়েকটা মশা এসে খুব জ্বালাতন করছে !! এই মশা গুলোর সত্যিই কোন কাজ নেই,,, জীবনটা একদম জ্বালিয়ে খেলো !! রাত যত গভীর হয়, মানুষের দু চোখের ঘুম আরো গভীর হয় !! তবে আমার কেন এমনটা হয় ?? সারাদিন এত্ত ব্যস্ত থাকা সত্ত্বেও রাতে যে একটু শান্তিতে ঘুমাব তাও পারি নাহ !! আগে আমার সাথে কখনোই এমনটা হত না !! যখন ভাল লাগে না তখন এফএম শুনি, গান শুনি,, তবু ও যেন নিঝুম রাতের শেষ হয় না,, দু চোখের পাতা বুজে অঘোরে ঘুম আসে নাহ,, অথচ সারা দেশটাই এখন এক নিস্তব্ধতায় ছেঁয়ে আছে,, চারিদিকটা কি শুনশান নীরবতায় ঢেকে আছে !! তবে খুব একটা খারাপ লাগে নাহ যখন একা একা অন্ধকার রাতে বিছানায় শুয়ে থেকে ঐ বাঁকা চাঁদের স্নিগ্ধ আলোর ছটা গায়ে এসে ছড়িয়ে পড়ে !! কিন্তু আজ কেন জানি চাঁদটাকে ও দেখা যাচ্ছে না,, হঠাৎ কেন জানি খুব ইচ্ছে হচ্ছে এই নিঝুম রাতে যদি সাগর পাড়ের বালুকা বেলায় পায়ের পাতা ভিজিয়ে ঝিরিঝিরি বাতাসে হাঁটতে পারতাম ?? যদি সেই প্রিয় মানুষটা আমার হাতটা ধরত শক্ত করে আর ঝিঁঝিঁ পোকারা এসে কানে কানে শুনিয়ে দিয়ে যেত জানা অজানা কোন গল্পকথা ?? জোনাকির আলোতে সাগর পাড়ের চারিদিকটা যদি হয়ে উঠত আলোকময় ?? তবেই হয়ত তন্দ্রাহীন এই নিঝুম রাতের যথার্থতা খুঁজে পেতাম !! আজ এই দু চোখে নেই ঘুম, আছে শুধুই স্বপ্নাপলুত কল্পনাবিলাসী ব্যাকুলতা ! !
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৯