সারাদিনের ব্যস্ততা সেরে এই গোধূলি বেলাটিতেই যেন একটু গা এলিয়ে বসার সুযোগ পাই,,, বাসার বারান্দাটি খুব প্রশস্ত না হলেও বেশ লম্বা,,, গোধূলি লগ্ন আসতে না আসতেই দক্ষিণা বাতাসের সুশীতল আমেজ যেন সারাদিনের ক্লান্তিকে কোন দূর অজানায় ঠেলে দেয়,,, প্রাণ জুড়ানো শীতল বাতাসে মনটা যেন একটু হলেও নড়ে চড়ে ওঠে,,, আমাদের এই বাসাটিতে মাস খানেক হল উঠেছি,,, সারাদিন পড়াশোনা আর দৈনন্দিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি বলে বারান্দায় একটু নিরিবিলি বসে থাকার সুযোগটুকু ও পাই না,,, আজ অনেক দিন পর গ্রিন টি এর কাপে চুমুক দিতে দিতে গোধূলি লগ্নে এলাম বারান্দায়,,, বারান্দার ঠিক বিপরীতেই রয়েছে একটি মসজিদ,,, মাগরিরের আজানের সাথে সাথে অনেক মুসল্লিরাই নামাযের জন্য মসজিদে প্রবেশ করছেন,,,বাসা আর মসজিদের মাঝ দিয়ে চলে গিয়েছি একটি হালকা কোলাহল পূর্ণ রাস্তা,,,প্রতিদিন কত্ত মানুষই না হেঁটে যান এই রাস্তা দিয়ে,,, একেক জনের গন্তব্য একেক জায়গায় তবু ও কেন জানি মনে হয় তারা একই পথের পথিক,,, রাস্তাই যেন তাদের একই সুতোয় গেঁথে রেখেছে,,, এই সব খামখেয়ালি ভাবনা গুলো ভাবতে ভাবতেই বেশ কেটে যায় আলো আঁধারী গোধূলি বেলা !!!!
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪