নাসার রোভার যান “কিউরিসিটি” আজ মঙ্গল গ্রহে অবতরন করেছে । এই অভিযান নিয়ে অনেক আশঙ্কা ছিল কারণ এই যানের আগের অনেক যান মঙ্গল গ্রহে মঙ্গল মত অবতরন করতে পারে নাই। যাই হোক, এখানে মঙ্গল গ্রহের কিছু ছবি দেখব।
নাসার রোভার যান “কিউরিসিটি” থেকে পাঠানো প্রথম ছবি।
নাসার রোভার যান “কিউরিসিটি” থেকে পাঠানো মঙ্গল গ্রহের পৃষ্ঠের ছবি এবং “কিউরিসিটি” ছায়া ।
নাসার রোভার যান “কিউরিসিটি”।
মঙ্গল গ্রহের ছবি। ২০১১ সালে তোলা।
১৯৭৬ সালে “ভাইকিং ২” নামক যান থেকে পাঠানো মঙ্গল গ্রহের ছবি।
মঙ্গল গ্রহের একটা খাদের ছবি। এই খাদটি পৃথিবীর “গ্র্যান্ড ক্যানিয়ন” খাদ থেকে ১০ গুন দীর্ঘ, ৫ গুন গভীর, ২০ গুন প্রশস্ত। ছবিটি ২০০১ সালে তোলা। খাদটির নাম "The Valles Marineris rift system" ।
মঙ্গল গ্রহের একটা খনিজ সম্পদে ভরপুর এলাকা। ছবিটি ২০০৭ সালে তোলা।
২০০৮ সালে নাসার একটা যান মঙ্গল গ্রহে অবতরণের ছবি। যানটির নাম “ফনিক্স”।
“ফনিক্স” যানের রবোটিক বাহু দ্বারা মঙ্গল গ্রহের মাটি সংগ্রহের ছবি।
২০০৬ সালে নাসার যান “স্পিরিট” দ্বারা তোলা মঙ্গল গ্রহের ছবি।
মঙ্গল গ্রহ থেকে আমাদের প্রিয় পৃথিবী ও আমাদের চাঁদ মামার ছবি। ২০০৭ সালে তোলা।
ছবিতে মঙ্গলের সূর্যাস্ত দেখা যাচ্ছে। ছবিটি ২০০৫ সালের ১৯ মে নাসার মঙ্গলযান স্পিরিটের (৪৮৯তম দিনে) তোলা।
- ইন্টারনেট থেকে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১২ রাত ৩:৫৪