আজ পৃথিবীর ছাদের তলে চাঁদ ওঠেছে চাঁদ
জোস্না দিয়ে সবার লাগি ফাঁদ পেতেছে ফাঁদ
চাঁদের কাঁধে ভর করে তাই রাত নেমেছে রাত
জোস্না পেতে চাঁদের কাছে হাত পেতেছি হাত।
আজকে রাতে ঘাসেরা সব বুক পেতেছে বুক
ঝিঝিগুলোও গানের সুরে মুখ খোলেছে মুখ
ঘুম আসে না আদুল পায়ে খুব হেঁটে যাই খুব
জোস্না-মাতাল রাত পাথারে ডুব দিয়েছি ডুব।
আমার সাথে চাঁদও হাঁটে ভাব জমেছে ভাব
আমার ঘরে চাঁদ এসেছে খাব দেখেছি খাব
আকাশ পুরে শরৎ কালে মেঘ জমেছে মেঘ
চাঁদের সাথে সাদা মেঘও বেগ পেয়েছে বেগ।
চাঁদের ফাঁদে আটকে গেছি ভুল হয়েছে ভুল
রাতের বাতাস সরব হয়েই চুল ওড়ালো চুল
আম্মু ডাকেন ফিরতে ঘরে ঘুম যাবি না ঘুম
এমন সময় চাঁদ প্রেমিদের ধুম লেগেছে ধুম।
আমার ভেতর চাঁদের মায়া ভর করেছে ভর
সবুজ ঘাসে পথ হেঁটে তাই ঘর ছেড়েছি ঘর
চাঁদ হঠাতই হাত বাড়িয়ে দূর নিয়ে যায় দূর
তারারা সব গাইছে কোরাস সুর উঠেছে সুর।
অপার মোহন চাঁদের মায়ায় চুপ হয়েছি চুপ
ঘর পালিয়ে মনভরা এক রূপ দেখেছি রূপ
চাঁদের দেশে যাই অবিরাম ঘর চিনি না ঘর
আজকে রাতে ঘর-বিছানা পর করেছি পর।
পিক: ফ্রম গুগল...
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯