গতিময় আঘাতে যখন ভাঙ্গতে থাকে করোটির দেয়াল
হেসে ওঠে বিষণ্ন সময় উদ্বেলিত তরঙ্গের আন্দোলনে
চরম নিবেদনে আঁচড়ে পরে তোমার হৃদয়ের মোহনায়
তখনও তোমার চেতনারা নির্বিকার উদাস আবেগ...
অথচ তোমায় জাগাতে সাধনায় বিভোর আমার অন্তহীন প্রচষ্টো বিরামহীন প্রতিদিন
তোমার কন্ঠে মাতাল ঢেউয়ে সুর বসাতে কতশত শব্দের বন্ধনে গড়ি গীতের জাল
স্বপ্ন সুশোভিত করার জন্যে চেনা-অচেনা বুনো ফুলের রকমারি মালার কালেকশানে
ভরে ওঠে আমার আঙ্গিনা। হাজার মধুকরে সুরের হাট জমে শুধু তোমার শূন্যতা-
পৃথবীর আর্তচিৎকারে মেঘের অশ্রুরা নেমে আসে
জেগে ওঠে মাটির বোবা প্রেম নিপুণ সজীবতায়
অস্থির কামনারা দুয়ার খোলে নামে তোমার খোঁজে
হতাশার নীল চাদরে ঢেকে যায় কামনার দু’চোখ
দৃশ্যমান তুমি লুকাও অদৃশ্য তোমার আড়ালে...
আমার রাতেরা ঘুমের পিঠে জেগে থাকে নির্ঘুম, আমি হয়ে যাই দু’চোখের গোলাম
ঘনিষ্ঠ অন্ধকার নেমে আসে প্রগাঢ় ঘনিষ্টতায় তিমিরে ঢেকে দেয় আমার দশ দিগন্ত
আমার মগ্নতা শুধু অশেষ অসীমে অসহায় সব শূন্যতা; জেগে ওঠে ইনটেক আলোরা
উদ্ভাসিত আমার পৃথিবী উৎসবে মুখরিত ডানা মেলে পুরোনো প্রেম নতুন পাখায়...
নির্মোহ মাটি তোমার মোহে নিজেকে ভাঙ্গে নিরন্তর
ঘুমন্ত সবুজের চোখ জুড়ে এঁকে দেয় নীলিমার আল্পনা
স্নিগ্ধ মায়াবী সবুজের পথে তোমার আমার উল্লাস
জেগে থাকে প্রতিদিন। সেই খানে এসো। মুখরিত তুমি
ভাসবো সুখের ডানায় শুন্যতারা হয়ে যাবে নিরুপায়...
তুমি তো আমার প্রেম কখনো বুঝোনি এড়িয়ে গেছো কামনা ভেবে হেসেছো অট্ট হাসি
নিজেকেও ভালবাসোনি কোনদিন প্রতিদিন ক্ষয় করে গেছো স্বপ্নে ভরা আত্মার উর্বরতা
কোন রাতকে ডাকোনি চেয়েছো শুধু দিনের প্রসারতা অথচ তোমার তুমি ছিল গোপন
রাতের ভেতর। তোমাকে সাজিয়েছিল মৌন রাত স্বপ্নালোকের অরূপ রূপের অনন্যতায়।
ছবি: ট্রেন থেকে সূর্যোদয় দেখা। বাই মোবাইল...