ভাসছি আমি অদৃশ্য মায়াজালে
সূরের মূর্ছনা ছুঁয়ে ছুঁয়ে যায়
নীল মায়ার জনারণ্যে
আমি খুঁজেছি তোমায় কতবার
মরীচিকা হয়ে ছায়ায় সঙ্গী
মৃত শহরের ঘুম ভাঙে সেই
অনন্তলোকের অরন্যের হাতছানিতে
তুমি, আমি, আমরা সবাই
পথিক সব, যাত্রা সকলের
একই দুরন্ত সময়ের রঙ্গমঞ্চে
দুর্বোধ্য এক অদেখা বেড়াজাল
স্মরণকালের স্মৃতি আবছামনে
আনমনা আমি শূন্যতায় মাখা
অসংখ্য রঙের হোলি, বর্ণিল
হোলনা তবু সেই মায়াকে ছোঁয়া
আমি ছায়া হয়ে থাকি
ভেঙে ভেঙে মায়াবী প্রতিচ্ছবি
তবুও স্বপ্ন জেগে থাকে
আমি তুমি আমরা বেঁচে থাকি।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:০১