অধিকাংশ চাইনিজরা, জাপানিজরা, কোরিয়ানরা এমনকি আরবরাও ইংরেজি বলতে পারেনা কারন তারা স্কুল কলেজে ইংরেজি শিখেই না। ইন ফ্যাক্ট, তারা মনেই করেনা ইংরেজি তাদের শিখার দরকার আছে। হালের বাংলায় বললে তারা ইংরেজিরে বেলই দেয় না। তারা মনে করে ইংরেজরা দরকার হলে তাদের দেশে এসে তাদের ভাষা শিখে তাদের ত্যালাবে। আমাদের দেশের চিত্রটা ভিন্ন। আমরা ইংরেজি শিখি দরকারে। আমরা মনে করিনা বিদেশিরা এখানে এসে বাংলা শিখে আমাদের বাংলায় ত্যালাবে। ভাল একটা চাকরি, ভাল একটা স্ট্যাটাস আর নিজেকে তথাকথিত স্মার্ট প্রমান করতে এদেশে ইংরেজির বিকল্প নাই। ইংরেজি তো বুঝলাম, হিন্দিও কি তাই?
সালমা খাতুন নামের একজন ক্রিকেটার আছে, মেয়েটা একসময় বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক ছিল। পাকিস্তান সফরে গিয়ে সাংবাদিকদের সামনে এক কি দেড়টা উর্দু শব্দ বলে ফেলায় তাকে নিয়ে আমরা কি না বলেছি। এমনকি তাঁর জন্মের সূত্র ধরেও নোংরা সমীকরণ মিলিয়েছি। তামিম ইকবাল রমিজ রাজার উর্দুতে করা প্রশ্নের স্মার্ট ইংরেজি উত্তর দেওয়াই আমরা তামিমকে জাতীয় বীর আখ্যা দিয়েছি। অথচ কয়দিন আগে বাংলাদেশে জঙ্গি সংকট নিয়ে খোদ তথ্যমন্ত্রী যখন দেড় মিনিটের ঝাড়া হিন্দি সাক্ষাৎকার দিলেন তা নিয়ে প্রগতিশীল বাঙালি চুপ। হাসানুল হক ইনু যেন সবার ভাশুরের নাম। ভাশুরের নাম মুখে নিতে নাই।
আজ সকালে বিবিসি হিন্দি পেজে বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ইন্টার্ভিউ দেখলাম জঙ্গিবাদ ইস্যুর উপরে। কেউ একজন শেয়ার করেছে। সঞ্চালক হিন্দিতে প্রশ্ন করছেন আর তারা অনর্গল হিন্দিতে উত্তর দিচ্ছে। কেউ একজন ইংরেজি বলার চেষ্টা করলে সঞ্চালক তাকে থামিয়ে দিয়ে হিন্দি বলতে বললেন, আর সেও তোতা পাখির মত শুরু করে দিল। আমার প্রশ্ন হচ্ছে, কেন? কেন হিন্দিতে কথা বলতে হবে? এটা কি স্মার্টনেস? হিন্দি কি আমার মাতৃভাষা? হিন্দি কি আমার অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ? হিন্দি কি আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ?
আমরা একুশে ফেব্রুয়ারি আর পয়লা বৈশাখে অনেক বড়বড় বুলি ছাড়ি। হিন্দি জানা কিংবা হিন্দি সিনেমা না দেখলে ঘুম না আসা নিয়ে আমার কোন বক্তব্য নাই। বক্তব্য হল, কৌশলে দিনদিন আমাদের উপর হিন্দি চাপিয়ে দেয়া হচ্ছে না তো? তাহলে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে একজন বাংলাদেশীকে ফোর্স করে হিন্দি বলানোর স্পর্ধা বিবিসি হিন্দির সঞ্চালক কোত্থেকে পেল আমি জানতে চাই।
ভাশুরকাকু সম্ভব হলে জবাব দিবেন। জবাবটা আমি আপনার কাছেই চাই।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১০