জানিনা স্বপ্ন দেখার অপরাধে কেন হবে মৃত্যুদণ্ড
জানিনা প্রেম সত্যি নাকি সেও প্রেমিকের মত ভণ্ড
জানিনা রক্ত বেচে অধিকার কেনা যায় কিনা
জানিনা ভালবাসা কেন দুর্লভ আর সহজলভ্য ঘৃণা
জানিনা রবিঠাকুরের প্রচ্ছদে কেন বিপাসা বসুর ছবি
জানিনা কপট প্রেমিক গোপনে কবে হয়ে গেল কবি
জানিনা মুখোশের নিচে কতকাল লুকিয়ে থাকবে মুখ
জানিনা জীবনের চিতায় কতটা দগ্ধ হলে তারে বলে সুখ
জানিনা সাপে মানুষকে নাকি মানুষ সাপকে কাটে
জানিনা মানব হৃদয় কবে থেকে বিক্রি হয় গো-হাটে
জানিনা আজ চারপাশে কেন ভণ্ডামির জয়জয়কার
জানিনা দরবেশে যদি সব চালায় সরকার কি দরকার
জানিনা নেতারা মৌসুম বুঝে কী করে মার্কা পাল্টায়
জানিনা আমাদের স্বপ্নের গনেশ কেন বারবার উল্টায়
জানিনা ভোটের সময় এলে কেন পথে পড়ে থাকে বিড়ি
জানিনা বিড়ির মত কি দেশের গণতন্ত্রেরও একই ছিরি
জানিনা কবে হায়েনার হাতে চলে গেছে রাষ্ট্রযন্ত্র
জানিনা রাষ্ট্রের দুই চোখই কবে যে হয়ে গেছে অন্ধ
জানিনা কবে কোন সূর্য এসে ঘুচাবে তিমির রাত
জানিনা রাজনীতি কবে বন্ধ করবে দেখানো ফোকলা দাঁত
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২০