প্রিয় রাষ্ট্র আমার, তোমার ডান পায়ে ঘা- বাম পায়ে গোদ
তুমি স্বাধীনতার চেতনা বেচে কিনো ভণ্ড জাতীয়তাবোধ
শ্রমিকের ঘাম ও রক্ত চুরি করে হও ভোঁতা উন্নয়নশীল
কৃষকের লাঙ্গল তারই পশ্চাতদেশে ঢুকিয়ে তুমি সুশীল
প্রতিটি ধমনী ও শিরায় তুমি সযত্নে পোষ দুর্নীতির ক্যান্সার
একুশে ফেব্রুয়ারী তুমি তুমুল বাঙালি, ঘরে ফিরে লুঙ্গিড্যান্সার
ধর্মের ব্যাবসা জমজমাট, তোমার মাথায় মলত্যাগ করে বকধার্মিক
টক শোয়ে দেশপ্রেম বেচে মাল কামায় তথাকথিত দেশপ্রেমিক
আর একবার জেগে উঠ মা, আধমরাদের ঘা মেরে এবার বাঁচাও
পুতুল নাচের ইতিকথা আমি জানি, আর কতকাল নাচবো যেমনে নাচাও?