নিজেকে যতো বার নষ্ট করো
শুধু অবাক হই
নিষ্পাপ কলঙ্ক গায়ে মেখে বসে থাকি মিষ্টি রোদে
পাড়ার ছেলে-বুড়োদের ঢেলা চোখে ছায়া পড়ে আমার নির্লিপ্ত দেহের
না পালক না পশুর চামড়ায় ঢাকা হাড়-মাংস
আমি মানুষ; তবে অতিমানব নই কখনোই
আমি মানুষ; তবু পশুত্ব বন্দনায় মুখর হই
যতো বার নিজেকে বিকিয়ে দাও কোনো বাঁদরের হাতে
সত্যিই কষ্ট পাই,
তবে তোমার প্রতি ভালোবাসা কমে না এক বিন্দু
ভালোবাসা কমিয়ে কি লাভ ?
ওটা তো আর পয়সা দিয়ে কিনতে হয় না
গ্যালন গ্যালন ভালোবাসা প্রতিনিয়ত জন্ম দিই এই অন্তরে
না পালক না পশুর চামড়ায় ঢাকা হাড়-মাংস
আমি প্রেমিক; তবে প্রেমকাতর নই কখনোই
আমি প্রেমিক; তবু নিষ্ঠুরতায় নিমগ্ন অবিরতই।