অনেকেই চেতনা চেতনা করে লাফিয়েছিলেন, লাফিয়েছেন এবং এখনো লাফাচ্ছেন । আমার এই ক্ষুদ্র জ্ঞানে, এর অর্থটা ধরেই না। ব্রেনটাকে বেশ প্রসার দিয়ে নিজেকে জিজ্ঞেস করতাম, নাহ উত্তর মন মত হয় না।
আবার মাঝে মাঝে পাশে থাকা অনেককেই জিজ্ঞেস করতাম, ভাই আসলে চেতনাটা কি? -- কি করলে বুঝবো আমি চেতনায় বিশ্বাসী।
দিব্যি করে বলছি, উত্তর পাইনি।
--- সবাই খালি বলে, চেতনায় বিশ্বাসী হন বুঝলেন।
আমি কনফিউসড হয়ে যাই
... কি আর করার বলেন?
আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, চেতনাটা আসলে কি?
--- নিজেদের স্বার্থ উপেক্ষিত রেখে, অন্যদেরকে উদাম করে দিবেন, এই চেতনা?
--- নিজের বুঝটা বুঝে, অন্যের স্বার্থে বিক্রি না হয়ে নিজেকে স্বীকৃত করাই চেতনা নয় কি?
চেনতা চেতনা বইলা ত আমরাই মুখে ফেনা তুইলা ফেলছি ভাই, কই কাজে ত পাই না কারো।
-- আসুন না কাজেই দেখাই।
"আফসোস... আমরা চেতনা চেতনা করি; কিন্তু বিষয়টা আসলে কি, তাই বুঝি না"
চেতনার সংজ্ঞা আমি এত দিন পর রিয়ালাইজ করেছি। শুনবেন?
"চারিদিকে যা বলা হচ্ছে তা সবি চেতনা, আর যা ঘটচ্ছে তা অবচেতনিক (subconscious) যা চেতনারই বহিঃপ্রকাশ"।
যদি কেউ পারেন ভাই কমেন্টে আমাকে জানাবে
কি কি করলে বুঝবো আমি চেতনায় বিশ্বাসী?
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৪ রাত ১২:২৭