টেলিপ্যাথি হল কোন মাধ্যম ছাড়া একজনের ভাবনা আরেক জনের মধ্যে ট্রান্সফার করার বিদ্যা। এর অস্তিত্বের পক্ষে-বিপক্ষে অনেক মতামত আছে। যদিও বৈজ্ঞানিকভাবে এটি এখনো প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়নি।
অতীতে অনেকে টেলিপ্যাথি ক্ষমতার প্রমান দিয়েছেন। যদিও বিরোধিরা এটা টেলিপ্যাথি না বলে জাস্ট কৌশল হিসেবে উল্লেখ করেছেন। আমার ধারণাও মোটামুটি তাই।
আজ আমি আপনাদের তেমনি একটা কৌশল শেখাবো, যার মাধ্যমে চোখ বাঁধা অবস্থায় আপনি (পাঠক) কার্ডের নাম ও নম্বর বলতে পারবেন।
এই ম্যাজিকটা দেখানোর জন্য দুইজন ব্যক্তির দরকার হবে। একজন, যাকে দর্শকদের পক্ষ থেকে কার্ড দেখানো হবে। ইনি কার্ড দেখে উনার চোখবাঁধা সহকর্মীকে কার্ডের নম্বর জিজ্ঞাসা করবেন। (উনি এমন ভান করবেন যে, উনি কার্ডটি দেখে উনার ভাবনা উনার সহকর্মীকে ট্রান্সফার করছেন) চোখবাঁধা অবস্থায় উনার সহকর্মী কার্ডের নাম ও নম্বর বলবেন।
তো আসেন শুরু করা যাক। বোঝার সুবিধার্থে আমি (সুমন) সেই চোখবাঁধা ম্যাজিসিয়ান আর আপনি (পাঠক) আমার সহকর্মী।
কালার অনুসারে কার্ড চার প্রকার।
১। spade
২। hearts
৩। diamond
৪। clubs
এখানে ক্রমটা মনে রাখা জরুরী।
নম্বর অনুসারে কার্ডগুলোকে ৪ গ্রুপে ভাগ করি।
১ম গ্রপে থাকবে শুধুমাত্র ২।
২য় গ্রপে থাকবে ৩,৪,৫,৬।
৩য় গ্রপে থাকবে ৭,৮,৯,১০।
৪র্থ গ্রপে থাকবে J (jack), Q (queen), K (king), A (ace)
এই ক্রমটাও মনে রাখা জরুরী।
এখন আপনি আমাকে যেভাবে জিজ্ঞাসা করবেন তার একটি নমুনা-----
আমার হাতে একটি কার্ড আছে।এখন বলেন তো সুমনভাই, কার্ডটির নম্বর কত?
লক্ষ করুন উপরের বাক্যেটি ৩ টি অংশে বিভক্ত।
১।আমার হাতে একটি কার্ড আছে
২।এখন বলেন তো সুমনভাই
৩।কার্ডটির নম্বর কত?
১ম অংশ প্রকাশ করে কার্ডের কালার।
২য় অংশ প্রকাশ করে কার্ডের গ্রুপ। যেমন-১ম,২য়,৩য়,৪র্থ।
৩য় অংশ প্রকাশ করে কার্ডটির নম্বর।
এখন বাক্যের ১ম অংশ নিয়ে একটু আলোচনা করা যাক।
১। আমার হাতে একটি কার্ড আছে।এখানে "হাত" হল keyword। যা spade প্রকাশ করে।
২। আমার কাছে একটি কার্ড আছে।এখানে "কাছে" হল keyword।যা hearts প্রকাশ করে।
৩। আমি একটা কার্ড ধরে আছি।এখানে "ধরা বা ধরে থাকা" হল keyword। যা diamond প্রকাশ করে।
৪। অমুক ভাই আমাকে একটি কার্ড দিয়েছেন। এখানে "দর্শকের নাম" হল keyword।যা clubs প্রকাশ করে।
এখন বাক্যের ২য় অংশ নিয়ে একটু আলোচনা করা যাক। এখান থেকে আমরা কার্ডের গ্রুপ নির্নয় করব।
১। সংগত কারনে ১ম গ্রুপের কথাটা পরে আলোচনা করব।
২। এখন বলেন তো সুমনভাই। এই ৪ টা word থাকলে ২য় গ্রুপ।
৩। এখন বলেন তো ("সুমনভাই" কথাটা বাদ যাবে)। এই ৩ টা word থাকলে ৩য় গ্রুপ।
৪। এখন বলেন ("তো সুমনভাই" কথাটা বাদ যাবে)। এই ২ টা word থাকলে ৪র্থ গ্রুপ।
এখন বাক্যের ৩য় অর্থাৎ শেষঅংশ নিয়ে আলোচনা করা যাক।এখান থেকে আমরা কার্ডের নম্বর নির্নয় করব।
১। কার্ড টির নম্বর কত।এটা বললে গ্রুপের ১ম কার্ড।
২। কার্ডের নম্বর কত ("টির" অংশটুকু বাদ যাবে)। এটা বললে গ্রুপের ২য় কার্ড।
৩। কার্ডের নম্বর??? এটা বললে গ্রুপের ৩য় কার্ড।
৪। নম্বর কত??? এটা বললে গ্রুপের ৪র্থ কার্ড।
এখন আসি ১ম গ্রুপের কথায়। এই গ্রুপে মাত্র একটি কার্ড আছে আর তা হল ২। তাই যখন দর্শক আপনাকে ২ নম্বরের কার্ডটি হাতে দিবে তখন আপনি বাক্যের ১ম অংশটি দ্বারা কালারটা বলবেন। এক্ষেত্রে বাক্যের ২য় অংশটি অর্থাৎ "এখন বলেন তো সুমনভাই" বলার প্রয়োজন নেই। তারপর বাক্যের ৩য় অংশটি ইচ্ছেমত বলবেন। আমি বুঝে নিবো।
কোন কনফিউশান থাকলে সেগুলো মার্ক করে দেন। আমি কনফিউশান দুর করে দেব।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৪