আমার হৃদয় কানন পরে চরে স্বপ্ন ভেলা
কাটতে গেলাম বৃক্ষ তোমার সেদিন সন্ধ্যাবেলা
দেখেছি সেথায় বিটপ তব সেজেছে পুষ্পভারে
শিকড় তার ডুবেছে অতল,সজীব পত্রে হেসে।
কিভাবে কাটবো এ তরু বলো মনের মর্ত্যলোকে?
কেন গড়েছিলে প্রণয় বিপিন আমার মনের মরুতে?
কত খরাতে ঢেলেছ পানি,কত ঝড়ে দিলে পেলা
কত হতাশার আগাছা তুলে এঁকে দিলে স্নেহ ছোয়া
রুখে দিলে শত চৈত্রের রোদ পরমিতা তব কায়ায়
শীতের কষ্ট ভুলে ছিল তরু তোমার চাদর মায়ায়।
কিভাবে কাটবো এ তরু বলো মনের মর্ত্যলোকে?
কেন গড়েছিলে প্রণয় বিপিন আমার মনের মরুতে?
যাবেই যদি চলে সরে দূরে, কেন তবে এত আয়োজন!
পতিত হৃদয় ফাগুনে সাজানোর ছিল কি কোন প্রয়োজন!
সেই সে তরুর মায়ার শিকড়ে জড়ানো হৃদয় পরিপাটে
আমি পারবো না দিতে সেথা তারে বলি এই গোধূলি লগনে।
কিভাবে কাটবো এ তরু বলো মনের মর্ত্যলোকে?
তুমি যাও নিয়ে যাও কানন হে বিনাশী, দাও মরু ফিরিয়ে।