সুনসান এক স্টেশনে নেমে হাঁটতে থাকি।
এবং পৌছে যাই অদ্ভুত সেই জায়গাটায়।
যেখানে আদিগন্ত সবুজ ঘাস ।
এক পাশে ছোট্ট এর ঝরনা।
পানির শব্দে চেনা সুরের মূর্ছনা!
ঘাসের উপর খেলা করছিলো তিনটা খরগোস।
আমি ওদের নাম জানি।
মেঘ ।বৃষ্টি ।এবং আকাশ। ওরা আমার দিকে একটু তাকিয়ে আবার খেলায় মেতে রইলো।
পাথরের উপর বসলাম। ঝরনার পানিতে ভিজে যাচ্ছিলাম আমি।
চুল থেকে পানি গড়িয়ে পড়ছিলো ।
একটুও সরতে ইচ্ছা করছিলো না।
অন্ধকার যখন কেবল গাঢ় হতে শুরু করলো, বাতাবী লেবুর গন্ধ পেলাম।
দুর থেকে হেঁটে এলে তুমি।
দু'হাতে জড়ানো একরাশ বুনো ফুল।
আমার জন্যে?
সবুজ ঘাসের বুকে শুয়ে তারা দেখলাম আমরা।
কত বিচিত্র নাম তাদের!
বিশাখা।স্বাতী।অনুরাধা ।চিত্রা।অভিজিৎ।শ্রবণা।রেবতী।
তারাদের রেলগাড়িতে চড়ে আমরা ঘুরে এলাম আমাদের শেফালী কুড়ানো শৈশবে।
ঘুড়ি উড়ানো সেইসব দিনে তুমি এবং আমি রেললাইনের উপর দিয়ে ছুটতাম দুর বহুদুর।
বাতাবী লেবুর গন্ধ না আমার খুব প্রিয়, বলতে বলতে তোমার খুব কাছে ঘন হয়ে বসলাম।
তুমি আমার আঁচলে বিছিয়ে দিলে একরাশ জোনাক জোছনা!
তোমার হাত ছুঁয়ে দিলো আমার চুল।
স্বপ্ন ভেঙে গেলে চুপ বসে থাকি ।
ঘরময় মৌ মৌ করে বাতাবীলেবুর ঘ্রান।
এবং আলোকিত হয়ে থাকি আমি জোনাক জোছনায়!
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৮