২০) বাবার জন্য অপেক্ষা
যারা চলে গেলো।
হৃদয়ের কোন সে ছায়ায়
তারা লুকোচুরি খেলে?
মা ডাকে আয়।
বাবা ডাকে আয়।
প্রিয়তমা সাথী ডাকে,
ছেলে ডাকে ,মেয়ে ডাকে।
বন্ধুরা ডাকে।
ডাকে নীল আকাশ।
ডাকে সবুজ এর বুকে লাল পতাকার বাংলাদেশ।
অথচ ওরা আর ফিরে আসেনা।
মার চোখে ছানি পড়ে যায়।
বাবা ও চলে যায় একদিন।
প্রিয়তমা সাথীর কপালে ভাঁজ।
ঘর করে অন্যকারো!
ছেলেটা বড় হয় ।বাবা হয়।
মেয়েটা কথা বলতে পারে না।
তাই আকাশের দিকে তাকিয়ে থাকে।
মার পেটে ছিলো ও,বাবা চলে গেলো যখন।
অথচ কি ভীষন অনুভব করে বাবাকে।
ডিসেম্বর এলে বোবা মেয়েটাও টের পায়।
ওর জন্মদিনটা ওর বাবা হারানোর দিন।
৩৬ টা মোমবাতি জ্বেলে ও বসে থাকে।
এমন জন্মদিন ও কারো আসে?
মেয়েটার চোখের পানিতে জগত ভাসে।
ভাগ্যিস মেয়েটা কথা বলতে পারেনা।
বলতে পারলে ওর হাজারো প্রশ্নের উত্তর কে দিতো?
"সব ক'টা জানালা খুলে দাওনা"......গানটা কখনো না শুনেও
মেয়েটা জানালার পাশে দাঁড়িয়ে থাকে....
আকাশে বাবা তারাটাকে দেখবে বলে
তৃষ্ণার্ত দু'চোখ মেলে থাকে।