স্বপ্নের চেয়েও সত্যি
স্বপ্নের চেয়েও সত্যি করে
কিছুটা সময় সুবর্ন তোমাকে দিলাম।
তুমি বললে আজ তুমি
সবুজ ঘাসের বুকে হলুদ ফুল হয়ে হাসবে।
আমি বললাম আচ্ছা তাই হবে।
হলুদ তোমাকে ছুঁতে যেয়ে আমার হাত হলো হলুদাভ।
তুমি সর্ষে ফুলের সুবাস নিতে চাইলে
আর বিস্তীর্ণ আমাতে খুঁজলে তা।
তোমার শার্টের বোতামে আটকে যাওয়া
আমারই চুল।
তুমি ভীষন মুখর হলে।
আমি স্বপ্নে স্রোতস্বিনী হয়ে
ভাসালাম তোমার ডিঙি।
তুমি আকাশের দিকে তাকিয়ে
এক দুই তিন করে অজস্র তারাবাতি জ্বাললে।
আমি ধারাপাত এর নামতা গুনতে গুনতে
তোমার ডিঙিতে ভাসালাম আমায়।
তোমাকে একটু দেখবার..
একটু ছুঁতে পারার অভিলাষ
আমার দুচোখকে ভিজিয়ে দিল।
একটা নামহীন সম্পর্কের তুমি আর আমি
কেমন ভাললাগায় মেতেছিলাম।
তীব্র এই ভালোলাগার নাম তুমি দিয়েছিলে
শালিখ আর আমি বলেছিলাম নীলটুনি।