বৃষ্টি বিরতির রঙধনু
দূরে কোথাও বেহালা বাজে। যে বেহালার বুক জুড়ে রোদনের সুর অার তোমার ফেলে যাওয়া দীর্ঘশ্বাস। অত কান্না কেনো ওর বুকে? জানি না, কেউ জানায় না। শূন্যতার সেই সুর অাঁকড়ে ধরে অামার শুধু মনে পড়ে, অামাদের যুগলজীবন। অামরা তখন ভালোবেসে অাকাশ হয়েছিলাম। যে অাকাশজুড়ে ছিল কেবল বিজলির অাখ্যান।
বৃষ্টি বিরতির রঙধনু বাহার... বাকিটুকু পড়ুন