হাদীসে ৫টি কারণে জুমুয়ার দিনকে দিনের সর্দার ও মহান দিন, এমনকি কুরবানীর ঈদ ও রোযার ঈদের চেয়েও বেশি মূল্যবান ও মহান বলা হয়েছে। কারণগুলো হলো-
১. *জুমুয়ার দিন হযরত আদম(আ,) কে সৃষ্টি করা হয়েছে।(খুশির ইমো হবে)
২. জুমুয়ার দিন হযরত আদম আলাইহিস সালাম জান্নাত হতে যমীনে আসেন।
৩. *জুমুয়ার দিন হযরত আদম আলাইহিস সালাম ইলাহী দীদারে গমন করে তথা ইন্তেকাল করে।(কান্নার ইমো হবে)
৪. জুমুয়ার দিন আসর হতে মাগরিবের মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যখন খাছভাবে দোয়া কবুল করা হয়।(খুশির ইমো হবে)
৫. *জুমুয়ার দিন ক্বিয়ামত সংঘটিত হবে।(কান্নার ইমো হবে)
উপরোক্ত ৫টি কারণে জুমুয়ার দিনকে দিনের সাইয়্যিদ, ইয়াওমুল আযীম, ঈদের দিন এমনকি দুই ঈদের চেয়েও মহান-মূল্যবান হিসেবে বর্ণনা করা হয় এবং যেখানে দুটি কারণ হলো- হযরত আদম আলাইহিস সালাম উনার জন্মদিন ও ইন্তেকাল দিবস।
.________আসুন আমরা আমাদের আদি পিতা হজরত আদম(আ,)-এর মৃত্যুর দিন ও কিয়ামত দিবস হিসেবে শুক্রবারকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করি.....!!!
_____________________________
ঈদে মিলাদুননবীকে যারা শোক দিবস ঘোষনা করতে চান তাদের জন্য উৎসর্গকৃত এই পোস্ট।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১