মাওলানারা শুধু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সমান মাক্বাম বা মর্যাদার দাবীই করে না বরং আল্লাহর সমান মাক্বাম বা মর্যাদার দাবী করে অর্থাৎ আল্লাহ দাবী করে!!!
সবাই নিশ্চয়ই এতক্ষনে টাস্কিত হয়ে জিজ্ঞাসা করবেন- এটা কি ভাবে?
এর জবাব হলো,
মূলতঃ “মাওলানা” বলতে প্রথমতঃ আল্লাহ পাককে আর দ্বিতীয়তঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সকলেই বুঝে থাকে। কারণ আল্লাহ পাক স্বয়ং নিজেকেই কালামে পাকে “মাওলানা” বলে উল্লেখ করেছেন।
যেমন ইরশাদ হয়েছে,
انت مولانا فاانصرنا على القوم الكافرين
অর্থ- “(হে আল্লাহ পাক!) আপনি ‘মাওলানা’ সুতরাং কাফিরদের উপর আমাদেরকে সাহায্য করুন।” (সূরা বাক্বারা/২৮৬)
আর দরূদ শরীফে তো সকলেই পাঠ করে থাকে যে,
“আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহম্মদ.....”
অথ- “আয় আল্লাহ পাক আমাদের সাইয়্যিদ ‘মাওলানা’ মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উপর ছলাত-সালাম বর্ষণ করুন।
তাইলে যেসব মৌলভীরা নিজেদের ক্ষেত্রে ‘মাওলানা’ খেতাব ব্যবহার করে শুধু রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সমান মাক্বাম বা মর্যাদা নয় বরং আল্লাহ পাক-এর সমান মাক্বাম বা মর্যাদার দাবী করছে! যার ফলে ফতওয়া মতে সকল মৌলভীরা চরম বেয়াদব ও কাট্টা কাফির বলে প্রমাণিত হয়!!!
তাই নয় কি.........?
______________________
এটা হলো ১ম পর্ব। সামনে এরকম আরো বিশেষ কিছু 'লক্বব' নিয়ে আলোকপাত করা হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২২