উত্তর অঞ্চলে শীত এবারো জেকে বসেছে। আমাদের উত্তর অঞ্চলের অধিকাংশ মানুষ জন দারিদ্র সীমার নিচে বাস করে।
প্রতিবার শীত আসে আর তাদের জীবনে নেমে আসে কঠিন এক বাস্তবতা।
এখনও গ্রামের মানুষ জন কাক ডাকা ভোরে লাঙল,গরু নিয়ে এই কনকনে শীতে জীবনের তাগিদে বের হয়ে যায়।
একটা ছেড়া লুঙ্গি আর ফুল শার্ট পড়ে ক্ষেতে-খামারে চলে যায়।
তাদের দুই পায়ে দুইটা স্যান্ডেল বা জুতো জোটে না।
পৃথিবীটা বড়ই অদ্ভূত তাদের কাছে। তাদের জন্য কেউ সহানুভূতি বোধ করে না।
আবার আরেক শ্রেণির মানুষ জন শীতের শেষভাগে শীতবস্ত্র বিতরনের নামে ফটোসেশনে নেমে যায়। অনেক মানুষ শীতবস্ত্র নিতে এসে ;শূন্য হাতে ফিরতে হবে , এটা ভাবেনি কখনও,কিন্ত ফিরতে হয়....!
চর অঞ্চলবাসীর আরো সীমাহীন কষ্ট এই শীতে।
আমাদের সকলের ই উচিত প্রত্যেকের সামর্থ অনুযায়ী আশেপাশের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৫