হাসপাতালের করিডরে খালি পায়ে
হাঁটছে। চোখে মুখে অদ্ভুত বিষন্নতা।
আশ্চর্য্য রকমের বিষাদ মাখা দুটি চোখে
কয়েক সহস্রাব্দের ক্লান্তি। মেয়েটির
প্রতি পদক্ষেপে রক্তাক্ত পায়ের ছাপ
লেপ্টে যাচ্ছে করিডরে।
মেয়েটির পেছন পেছন দুজন মহিলা পুলিশ
হাঁটছে।ইউনিফর্মের নীল শাড়িতে
তাদেরকে স্নিগ্ধ দেখানর বদলে প্রচন্ড
কাঠখোট্টা এবং নিষ্ঠুর দেখাচ্ছে।
যে মেয়েটি রক্ত জবা রঙয়ের শাড়ি পরে
হাসপাতালের করিডরে খালি পায়ে
হাঁটছে সেই বিষাদ চোখের মেয়েটি
গতরাতে একজন পুরুষকে খুন করেছে। খুনের
কারন একটি অনাকাংখিত শিশু।
দুচোখে গাঢ় বিষাদ আর সহস্রাব্দের
ক্লান্তি নিয়ে মেয়েটি এই মুহুর্তে মনে
মনে একটি শিশুকে কবিতা শোনাচ্ছে।
সেই কবিতার সারমর্ম পৃথিবীর মানুষ এবং
ভালবাসা।
সমস্ত পৃথিবীতে একটি বিশ বছরের তরুনী
বাদে আর কেউ নেই শিশুটিকে প্রচন্ড
ভালবাসায় কবিতা শোনায়।
শিশুটি নিথর এক সমুদ্রের গভীরে ঘুমিয়ে
আছে। জলের কলোরল আর গভীর অন্ধকারের
মমাঝে একটি মায়ামাখা কন্ঠস্বর ছাড়া
যেখানে কিছুই নেই।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৬