মাত্র ২২ বছর বয়স বুরহান মুজাফফর
ওয়ানির ! টগবগে যুবক !
এই বয়সেই বুরহানী হয়ে উঠেছিল
কাশ্মিরের স্বাধীনতাকামী মানুষের
প্রানের স্পন্দন, আশার আলো !
আফসোস !
সেই আলো জ্বলার আগেই ভারত সরকার
বুরহানীকে জঙ্গী-সন্ত্রাসী বানিয়ে
হত্যা করে ফেললো !!
ভারতের পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়াদের
বিচ্ছিন্নতাবাদী বলেন।
এই অনুপ চেটিয়ারাও কিন্তু
স্বাধীনতাকামী।
ভারত তাদের জঙ্গী বানিয়ে হত্যা
করতে পারছে না শুধু তাদের নামের
কারনে ! আই মিন হিন্দু হওয়ার কারনে !
এরা যদি মুসলিম হতো নিশ্চিতভাবে
এদেরও জঙ্গী বানিয়ে হত্যা করা
হতো।
যদিও সেটা ভারতের ইন্টার্নাল ইস্যু।
তারা হত্যা করে হউক আর যেভাবেই
ডিভাইডেড রুখবে।
(পাকিস্তানও হত্যা করেই ডিভাইডেড
রুখতে চেয়েছিল, পারেনি)।
বাট একজন স্বাধীনতাকামীকে
সরাসরি সন্ত্রাসী আখ্যা দিয়ে
এদেশের পত্রিকা নিউজ করে শুধু
তাদের স্বার্বভৌমত্বকেই নয়, বরং
আমাদের এই দেশটার সেই সব বীর
মুক্তিযোদ্ধাদেরই অপমান করা হলো !
একবার ভাবুনতো,
দেশটা যদি স্বাধীন না হতো ?
আজকের মহান বীরদের বুরহানীর মতো
বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী আখ্যা
দিয়ে পাকিস্তানিরা মেরে
ফেলতো !
আজ স্বাধীনতার জন্য লড়া এই
বুরহানীরাও কিন্তু তাদের ভূখণ্ড
স্বাধীন হলে আমাদের
মুক্তিযোদ্ধাদের মতই বীরের আসনে
বসবে।
বুরহানীকে সন্ত্রাসী বলে যে
পত্রিকাই নিউজ ছাপবে তাদের বয়কট
করুন।
পক্ষান্তরে তারা আমাদের
মুক্তিযোদ্ধাদের সহ সকল
স্বাধীনতাকামী জনতাকেই অপমান
করেছে।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৯