সুর কেটে যায় । এত সুক্ষ তারগুলি । ঋদ্ধ আর প্রাণময় ।
শূন্যে ভাসতে থাকে । ভাসি । আর
তোমাদের পৃথিবীতে নেমে আসে নতুন শতাব্দী সেই ।
নতুনত্বহীন ।
শিকড় চারিয়ে যায় । গেছে ।
জন্মদিনের পর এতগুলি সামাজিক ভোর ।
হাদিগন্ত দ্রোহ ও বিষাদগুলি মাটির গভীরে
কত ভাষাহীন গান বুনে গেছে ।
যদি তারা ঋদ্ধ হয়ে ওঠে । বিদর্ভে । বাংলায় ।
অংকুরআনন্দ যদি জেগে ওঠে । মাটি ফুঁড়ে
জেগে ওঠে খুঁটির মতোন দুটি হাত ।
ধরা দেব । নেমে আসবো । ভাসতে ভাসতে
এরকম ভাবি আজ । কতদিন পর
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৫ দুপুর ১:০৩