সন্তোষকুমার ঘোষ বলতেন ;
আমি কবিতা ভালবাসি কিন্তু তার চেয়ে
বেশী ভালবাসি মেয়েদের ।
আমি জানি কবিতা মেয়ের নাম । কবিতা
আমার সখি, কখনো সোহাগ ভরে, অভিমানে
কখনো সংশয়ে
সেও তার প্রবল সম্প্রীতিটুকু ঢেলে দেয় রোজ
আর এক মায়াবী নিরবতা দিয়ে মুড়ে রাখে
লগ্নতা ও শীৎকারের ভাষা ।
আমি কেন নিরব পারি না ? প্রণয়ের
গন্ধ বেজে ওঠে ।
কেন সে যে কবিতা লেখে না ? ভেবে ভেবে
আমিই রাখছি লিখে এই সব সত্যিকথা আজ ।
রেগো না ডিয়ার তুমি, আজ প্রেমদিন