সবুজ কার্পেটখানি আদ্যন্ত বিছানো ছিলো অলৌ্কিক ঝুলবারান্দায়
যেখানে তোমার মুখ, ত্রিকাল বিজয়ী, শুধু
শ্যাওলার মতো কিছু বিস্তৃত বিষাদ ছিলো অবয়বে তোমার
অমোঘ তর্জনী থেকে পরিত্রাণ পেয়েছিলে তুমি
তোমার প্রণয়গান উই-এর কান্নার মতো শুদ্ধ ছিল নিস্তব্ধ অথচ
বোধের ভেতরে তার স্পর্শখানি আজো বেজে ওঠে
আমি জানি ঈশ্বরের অহঙ্কারে আজো কিছু রুপান্তর ঘটে পৃথিবীতে
প্রকৃতির মরাগাঙে মানুষ ঘুমিয়ে পড়ে, জেগে ওঠে, কাঁদে
শুধু তুমি পরিত্রাণ পেয়েছিলে লেলিহান প্রেম
ত্রিকাল ভিক্ষের মতো পদতলে পড়ে ছিল একান্ত তোমার
তুমি তার বৃন্দগানে হোলে ইতিহাস
তুমি তো এমনি ছিলে প্রণয়ের আদিলগ্নে এমনি সুহাস
২৬.০১.১৯৮৪